লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেবিল এখন কুকুরের দখলে। নেই কোন নৈশ প্রহরী। যেখানে দিনে মানুষের সেবা দেয়া হয়, ওখানে রাতে আবার কুকুর ঘুমায়। কুকুর থেকে কি কি রোগ ছড়াতে পারে তা তো অনেকেই জানে।
কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার বা অন্যান্য কর্মরত ব্যক্তিবর্গদের চোখে কি পড়েনা কুকুর ঘুমায় ?
হাসপাতালে চিকিৎসা নিতে আসা আগত রুগী ও তাদের পরিবার পরিজন অতি দুঃখের সাথে বলেন এ কেমন হাসপাতাল? নৈশ প্রহরী কি নেই।
লোহাগড়ার মানুষ অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্য সেবা নিতে চায় না। পার্লামেন্ট মেম্বার মাশরাফি বিন মর্তুজার দৃষ্টিগোচর একান্ত কাম্য বলে আশা ব্যক্ত করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।