রাজধানীর সবুজবাগ এলাকা থেকে ১২০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা তুহিন বাবু (২৬) এবং তার এক সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব-৩।
সুনির্দিষ্ট গোয়েন্দা সংবাদ ও তথ্য প্রযুক্তির ভিত্তিতে র্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল রাজধানীর সবুজবাগ এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা মোঃ তুহিন বাবু (২৬), পিতা-মতিয়ার রহমান এবং তার সহযোগী ২। মোঃ শাকিল বাবু (২৪), পিতা-মৃত জহুরুল ইসলাম, উভয় সাং-জগন্নাতপুর, থানা-নবাবগঞ্জ, জেলা-দিনাজপুরদ্বয়কে ২৮/০৪/২০২৩ তারিখ ১৪৫০ ঘটিকার সময় ১২০ বোতল পেন্সিডিল ও মাদক বহনকারী একটি ট্রাকজব্দসহ গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম(সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
অধিনায়ক জানান, ধৃত আসামিদ্বয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল দিনাজপুর হতে ক্রয় করে অভিনব পদ্ধতিতে ট্রাকের কেবিনের ভিতরে পায়ের নিচে রেখে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে।
ধৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।