বা‌গেরহাট জেলার চিতলমারী উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সের সি‌নিয়র স্টাফ নার্স অঞ্জলী রানী দেউ‌ড়ির মৃত‌দেহ চিতলমারী থানা পু‌লিশ উদ্ধার ক‌রে‌ছে।অঞ্জলী রানী দেউ‌ড়ি মো‌ড়েলগঞ্জ উপ‌জেলার ম‌হিষাপুর গ্রা‌মের সঞ্জীব কুমার হালদা‌রের স্ত্রী।

 

বুধবার ২৩জুন সকাল ১০টার দি‌কে আড়ুয়াবর্নী গ্রা‌মের ভাড়া বা‌ড়ি থে‌কে তার মৃত‌দেহ উদ্ধার ক‌রা হয়।

 

চিতলমারী থানার সেকেন্ড অ‌ফিসার এসআই সঞ্জয় কুমার দে ব‌লেন ,প্র‌তি‌বেশী‌দের কাছ থে‌কে খবর পে‌য়ে ঘটনা স্থল‌ে যে‌য়ে ঘ‌রের দরজা ভে‌ঙ্গে মে‌ঝে(ফ্লের)থে‌কে মৃত‌দেহ উদ্ধার ক‌রি।মৃত্যু‌তে থানায় এক‌টি অপমৃত্যু মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে।

 

চিতলমারী উপ‌জেলা স্বাস্থ্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান ব‌লেন,অঞ্জলী রানী উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সের সি‌নিয়র স্টাফ নার্স ‌(সে‌বিকা)।‌তার  উচ্চরক্তচা‌প ছি‌লো। হয়‌তো রা‌তের কোন এক সম‌য়ে হৃদযন্ত্র‌ের ক্রিয়া (হার্ট আ্যটাক)বন্ধ হ‌য়ে মারা গে‌ছেন।