মানিকগঞ্জ সদরে হ্যাঁচারির ইট চুরি করে বিক্রির ঘটনার জের ধরে বোনজামাইকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কৈতরা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় মো. সোহেল ওরফে নুরুন নবীকে (২৬) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার রাজনগর গ্রামের মৃত আলতু মিয়ার ছেলে।
মানিকগঞ্জ সদর থানার ওসি মো. আব্দুর রউফ সরকার এ হত্যাকাণ্ডের ঘটনা নিশ্চিত করে জানান, সোহেল ওরফে নবী গত ১৬ সেপ্টেম্বর মামুনের হ্যাঁচারিতে থাকা তার ভগ্নিপতি কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার তারাশ্বর গ্রামের রেণু মিয়ার ছেলে রুবেলতার কর্মস্থলে বেড়াতে আসেন। এ সময় তিনি দেখতে পান তার ভগ্নিপতি হ্যাঁচারির মালিক মামুনের ইটভাটার ইট চুরি করে বিক্রি করে।
এ বিষয়টি তার ভগ্নিপতিকে বোঝানোর চেষ্টা করে। তাতেও তিনি ক্ষান্ত না হয়ে পুনরায় ওই মালিকের ইট বিক্রি করে দেয়। পরে সোহেল ওই ইট বিক্রির টাকা তার মালিককে দেওয়ার জন্য বললে তার ভগ্নিপতি মো. সোহেল ওরফে নবী ক্ষিপ্ত হয়ে তাকে মারতে আসে। এ সময় রুমের ভেতর থাকা দা দিয়ে এলোপাতাড়ি কোপালে তার ভগ্নিপতি লুটিয়ে পড়ে। তখন গলা কেটে মৃত্যু নিশ্চিত করে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।