![যশোরের অভয়নগরে কলা বাগানে গাঁজার গাছ!](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/09/কলা-বাগানে-গাঁজার-গাছ-অভয়নগরে.jpg)
যশোরের অভয়নগরে কলা বাগানে গাঁজার গাছ!
যশোরের অভয়নগরে কলা বাগানে গাঁজার গাছ!
অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগরে কলা বাগান থেকে পাঁচটি গাজার গাছ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২ টার সময় উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের সোনাতলা মুন্সিপাড়া এলাকা থেকে গাছগুলো উদ্ধার করা হয়।
গাঁজার গাছ রোপনের দায়ে মুন্সিপাড়া এলাকার মৃত মকছেদ মোল্যার ছেলে মিরাজ মোল্যাকে (৪০) আটক করেছে পুলিশ।
সোনাতলা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. নাসিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাতে সিদ্ধিপাশা গ্রামের সোনাতলা মুন্সিপাড়া এলাকায় মিরাজ মোল্যার কলা বাগানে অভিযান চালানো হয়। এসময় কলা বাগানের ভেতর থেকে পাঁচটি গাঁজার গাছ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত পাঁচটি গাঁজার গাছের ওজন প্রায় ৯ কেজি। ওই রাতেই বাগান মালিক মিরাজ মোল্যাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে গাঁজার গাছ রোপনের কথা স্বীকার করেছে।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম শামিম হাসান বলেন, ‘মঙ্গলবার দুপুরে সোনাতলা পুলিশ ক্যাম্প পাঁচটি গাঁজার গাছসহ মিরাজ মোল্যা নামে এক মাদক বিক্রেতাকে অভয়নগর থানায় সোপর্দ করেছে। আটক মিরাজের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।