মণিরামপুর থানা গেটের সামনেই প্রতিদিন দেখা যাচ্ছে অবৈধ মোটরচালিত ভ্যান, ইজিবাইক ও পন্যবাহী গাড়ির উপচেপড়া ভিড়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখের সামনেই চলছে এই নিষিদ্ধ যানবাহনের স্ট্যান্ড গড়ে তোলার প্রতিযোগিতা। ফলে থানা গেটের আশপাশের সড়কে সৃষ্টি হচ্ছে ভয়াবহ যানজট ও বিশৃঙ্খলা।
থানা গেটেই “স্ট্যান্ড” কে তৈরি করলো?
চত্বুরমুখি স্থাপনা, চাউল পট্টি, মাছ বাজার, কাঁচা বাজার, মুরগী হাট, ও উপজেলার বিএনপি’র প্রধান কার্যালয়। প্রতিদিন ফজরের নামাজ শেষ হতে গভীর রাত পর্যন্ত থানা গেটের ঠিক সামনে থেকেই শুরু হয় মোটরচালিত ভ্যান, নসিমন, মাছের গাড়ি, সবজি গাড়ি, ধান -চাউলের গাড়ি, রাজনৈতিক নেতাকর্মীদের যাতায়াত ও থানায় আগত সেবাগ্রহীতাদের ওঠানামা। এসব যানবাহন থানা চত্বরে ঢুকে পড়ছে, আবার অনেক সময় পুলিশ সদস্যদের সরকারি যানবাহনের চলাচলও বাধাগ্রস্ত হচ্ছে।
দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চললেও প্রশাসনের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ স্থানীয়দের।
থানা গেটের পাশের দোকানদার নাম বলতে অন-ইছুক বলেন,
“থানার সামনে এভাবে ভ্যান স্ট্যান্ড হলে এলাকাটা সবসময় জ্যামে থাকে। শব্দ দূষণও বাড়ছে, প্যাসেঞ্জার ভ্যান চালকদের মাঝে মাঝে বাকবিতন্ডায় রুপ নেয়, আর প্রশাসন কিছু বলে না।”
আরেক ব্যবসায়ী বলেন,
“নিষিদ্ধ যানবাহন গুলো এখানেই পার্কিং করে রাখে। পথচারীরা ঠিকমতো হাঁটতেও পারে না।” মেইন সড়ক যখন জ্যাম লাগে তখন বাইপথ হিসাবে এই রাস্তা বেছে নেন। আবার ছোট্ট রাস্তা হওয়া সত্ত্বেও, রাস্তা ইজারাদা দেওয়া হয়েছে! কেউ আখ বিক্রি করছে, কেউ ঝালমুড়ি, যে যখন পারছে রাস্তা দখল করছে।
উপজেলা বিএনপির স্থানীয় এক নেতা (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন,
“আমাদের দলের অফিস থানার কাছে হলেও যানবাহন নিয়ন্ত্রণের সঙ্গে দলের কোনো সম্পৃক্ততা নেই। এটি স্থানীয় দিনমজুর, ভ্যান চালক, শ্রমিকদের বিষয়। তবে প্রশাসন চাইলে সহজেই সমাধান করতে পারে।”
অন্যদিকে জামায়াতের একজন স্থানীয় নেতা বলেন,
“থানা গেটের সামনে যানজট ও অবৈধ স্ট্যান্ড আমাদেরও ভোগান্তির কারণ। এখানে সবাই রাজনৈতিকভাবে দোষ চাপায়, কিন্তু প্রশাসন যদি নিয়ম মেনে ব্যবস্থা নেয়, সমস্যা থাকবে না।”
স্থানীয় রাজনৈতিক মহলও স্বীকার করেছে যে, সচেতনতা ও কঠোর প্রশাসনিক নজরদারি ছাড়া এই বিশৃঙ্খলা কমানো সম্ভব নয়।
স্থানীয়দের মতে, থানার সামনে এই অবৈধ যান চলাচল পুলিশ প্রশাসনের উদাসীনতারই প্রমাণ। অনেকে মনে করছেন, প্রশাসনের ‘নীরব সম্মতি’ থাকায় এসব চালকরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।
নিষিদ্ধ যান চলাচল ঠেকাতে প্রশাসনের কঠোর নির্দেশনা থাকলেও মাঠ পর্যায়ে তার প্রয়োগ নেই। থানা গেটের মতো গুরুত্বপূর্ণ স্থানে যদি আইন অমান্য হয়, তবে সাধারণ সড়কে শৃঙ্খলা আশা করাই কঠিন।
									ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
                        
                        
                    
                    
													
													
													
													
													
													
													
													
													
													
													
													
													
													
													
													
													
													
													
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।