শরিয়তপুর জেলার জাজিরা থানাধীন এলাকায় ২৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে আইন -শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দল গোপন সংবাদের ভিত্তিতে সূর্যমণি বাজারের পেছনে অভিযান পরিচালনা করে গাঁজাসহ আরিফ মাদবর (২৮) ও সবুজ মাদবর (৩৫) নামের দুই মাদক কারবারিকে আটক করে। আটকের খবর পেয়ে ধৃত সাগর মাতবরের নেতৃত্বে ২০/২৫ জন পুলিশকে ‘ডাকাত’ বলে ধাওয়া করে এবং তাদের নিকট হতে গাঁজাসহ দুই মাদক কারবারিদের ছিনিয়ে নেয় এবং পুলিশ সদস্যদেরকে গুরুতরভাবে আহত করে। এ সময় ফেসবুক লাইভে এসে ধৃত সাগর মাতবর ডাকাত ডাকাত বলে চিৎকার করে হামলার নেতৃত্ব দেয়। ধৃত আসামি র্যাবের জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এই ঘটনায় পুলিশ বাদী হয়ে জাজিরা থানায় একটি মামলা করে। ধৃত আসামির নামে জাজিরা থানায় মারামারি, হত্যাচেষ্টাসহ ০৮টি মামলা রয়েছে। ঘটনার পর থেকেই সকল আসামি পলাতক রয়েছে । র্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাগর মাতবরকে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেফতার করা হয়। মামলার অন্যান্য আসামীকে গ্রেফতারের জন্য র্যাবের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।