![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2023/07/IMG_20230703_182702.jpg)
মাগুরার শালিখা থানার ওসি জনাব মোশাররফ হোসেন এর নেতৃত্বে আগ্নেয়াস্ত্র সহ ৩ জনকে গ্রেফতার করেছে শালিখা থানা পুলিশ।
আজ সোমবার (৩ জুলাই’২০২৩) দুপুর ১২.০০ ঘটিকার দিকে উপজেলার হরিশপুর কাদিরপাড়া খেওয়াঘাট এলাকায় অভিযোগের চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ তিন জনকে আটক করেছে শালিখা থানা পুলিশ। এসময় তাদের নিকট থেকে একটা পিস্তল ,ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছ ।
গ্রেফতারকৃতরা হলো পার্শ্ববর্তী যশোর জেলার বাঘারপাড়া উপজেলার খানপুর মধ্যপাড়ার শাহিনুর রহমানের ছেলে ইয়াসিন আরাফাত(১৯), একই গ্রামের সাইফুল মোল্লার ছেলে জিসান মোল্লা(১৯), অন্যজন পাঠান পাইক পাড়ার মহব্বত আলী খানের ছেলে মাহিম খান মিরাজ(১৮)।
এ বিষয়ে শালিখা থানার ওসি জনাব মোশাররফ হোসেন বলেন ,গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই রাকিবুল ইসলাম, এএসআই লিটন হোসেন ,এ এস আই রিপন কুমার সহ সঙ্গীয় ফোর্স কাদিরপাড়া খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ আসামিদের আটক করেছে।তাদের বিরুদ্ধে মামলার কাজ চলমান রয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।