অমল কৃষ্ণ পালিত,যশোর প্রতিনিধি: যশোর জেলা গোয়েন্দা সংস্থা ডিবি’র হাতে যশোর সদরের বসুন্দিয়া বিনিময় পাড়া এলাকার বাবা-মেয়েসহ চার মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়।
ডিবি সুত্র জানায় আটককৃতদের মধ্যে রয়েছেন যশোর সদর উপজেলার বসুন্দিয়া বিনিময়পাড়ার ওয়াজেদ আলী ওরফে অস্তালি ও তার মেয়ে বিথি বেগম। বুধবার দুপুরে নিজ এলাকা বিনিময় পাড়া থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় অস্তালির কাছ থেকে এক কেজি গাঁজা ও মেয়ে বিথির কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
একইদিন বিকেলে যশোর শহরের পূর্ব বারান্দী মোল্যাপাড়া এলাকা থেকে বাদশা হাওলাদারকে ৩০৫ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। এছাড়া, চৌগাছা উপজেলার বাদেখানপুর গ্রামের পূর্বপাড়ার মতিয়ার রহমানের ছেলে তারিফ হোসেনকে বৃহস্পতিবার বিকেলে বাদেখানপুর ক্লাবপাড়া থেকে দেড় কেজি গাঁজাসহ আটক করা হয়।
পৃথক এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলার পর আসামিদের আদালতে সোপর্দ করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।