রাজধানীর আদাবর থেকে নিখোঁজ হওয়ার তিন বোনের সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তারা যশোরে অবস্থান করছে বলে নিশ্চিত হয়েছে সংস্থাটি।
শুক্রবার (১৯ নভেম্বর) রাতে র্যাবের সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক এম এম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ওই তিনকে উদ্ধারে তৎপরতা শুরু হয়েছে।
পুলিশ এবং ওই তিন বোনের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে আদাবরের শেখেরটেকে খালার বাসা থেকে বের হওয়ার পর আর তাদের সন্ধান পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় নিখোঁজদের খালা সাজেদা নওরিন জিডি করেছেন। বাসা থেকে বের হওয়ার সময় তাদের সঙ্গে মোবাইল ফোন ছিল না। তিনজনই টিকটকের সঙ্গে জড়িত ছিল।
ভুক্তভোগীদের খালা নওরিন গণমাধ্যমকে বলেছেন, ‘আমার বড় বোনের মৃত্যুর পর ভগ্নিপতিও বিয়ে করেছেন। এ কারণে খিলগাঁওয়ে ছোট বোনের বাসায় থাকত তারা। ধানমন্ডি গার্লস হাইস্কুলে তাদের পরীক্ষার সেন্টার ছিল। সে কারণে আদাবরে আমার বাসায় নিয়ে আসি। এর মধ্যেই তারা হঠাৎ কাউকে না বলে বাসা থেকে বেরিয়ে যায়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।