সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ বিশ্বম্ভরপুরের ধনপুর ইউনিয়নের ছাতারকোনা গ্রামে ছাতারকোনা মৌজায় সরকারি মাগুইরার ডোবা খননে ব্যপক অনিয়ম ও দূর্ণিতির অভিযোগ উঠে।
সরকারী নীতিমালা অমান্য করে ভূয়া কমিটি সৃজনকরে নিজ পরিবারের প্রত্যেককে সদস্য বানিয়ে কর্মসূচীর টাকা অবৈধভাবে হাতিয়ে নিচ্ছে এক শ্রেণির প্রভাবশালী।এতে জনগনের কষ্ঠের টাকা লোপাটে একশ্রেণির কর্মকর্তার যোগসাজস ও সঠিক তদারকীকে দায়ী করছেন এলাকাবাসী।
বুধবার (২১/০৪/২০২১ইং) এলাকাবাসির সম্মিলিত অভিযোগে সরকারি মাগুইরার ডোবা খননে ব্যপক অনিয়মে প্রভাবশালী পিআইসি সভাপতি আল আমিন ও তার পরিবারকে কেন্দ্র করে গঠিত কমিটিকে অবৈধ বলে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিউর রহিম জাদিদ বরাবর অভিযোগ দায়ের করে ।অভিযোগে উল্লেখ করা হয়, স্থানীয় আল-আমিন তার পরিবারকে নিয়ে মাগুইরার ডোবা খননে পিআইসি কমিটি করে মৎস্য অফিসের সাথে গোপনে আতাত করে ৫ ফুট পানির মধ্যে নাম মাত্র খাল খনন দেখিয়ে লোটপাটের পায়তারা করছে। এমনি সরকারী বাজেট বরাদ্ধকৃত টাকা খরচ করে নিজ জমিতে ভিটে তৈরি করছে। বিষয়টি অবগত হয়ে এলাকাবাসীসহ একযোগে বাঁধা দিয়ে মৎস্য অফিসের মাধ্যমে কাজটি বন্ধ করা হয়। ইতিমধ্যেই প্রকল্প সভাপতি আলামিন হুসেন সরকারী খাল খনন করে তার নিজস্ব ভিটা দৃশ্যমান করেছে এবং বরাদ্ধকৃত টাকা উত্তলনের পদক্ষেপ নিচ্ছে। উক্ত খাল খননের বিষয়টি পূর্ব থেকে এলাকাবাসী/পার্শ্ববর্তী ভূমির মালিকগন কেউ অবহিত ছিলেন না। বিষয়টিকে ঘিরে স্থানীয় মহলে উত্তেজনা বিরাজ করলে কৌশলী আল-আমিন গং সুনামগঞ্জ স্টার নিউজ ২৪. কম এর এক সাংবাদিক নিয়ে পকেট কমিটির পারিবারিক লোকজনের স্বাক্ষাৎকার নিয়ে ধামাচাপা দিতে সুকৌশলে একটি জালিয়াতি প্রতিবেদন ফেসবুক ও ইউটিউবে তার পক্ষে প্রচার করে । বিষয়টিকে ঘিরে বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের ছাতারকোনা গ্রামে ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার সাদিউর রহিম জাদিদ মুঠোফোনে জানান, আমি একটি অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি অবগত হয়েছি এবং বর্তমানে কাজটি বন্ধ করে দেওয়া হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।