বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ১নং চরহরিরামপুর ইউনিয়নের হাজার বিঘা চরে জনাব আলমগীর কবির এর পক্ষ থেকে ১ জনকে ১টি নতুন টিনের ঘর প্রদান করা হয়েছে। উক্ত টিনের ঘর প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চরভদ্রাসন উপজেলা বাসীর ভবিষ্যৎ কান্ডারী ,হাজী আব্দুর রহিম কল্যাণ ট্রাষ্টের পরিচালক মোঃ মোস্তফা কবির। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং চরহরিরামপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান, জননেতা জনাব জাহাঙ্গীর কবির বেপারি।এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ মাসুদ শেখ,নিশাদ মাহমুদ ফিরোজসহ অন্যান্য ব্যক্তিবর্গ। উপস্থিত ব্যক্তিবর্গ বলেন জনাব আলমগীর কবির সত্যিকারের একজন মানবিক মানুষ। মোঃ মমিন খান নতুন ঘর পেয়ে খুব খুশি হয়েছেন এবং জনাব আলমগীর কবির এর জন্য দোয়া করেছেন।প্রধান অতিথি জনাব জাহাঙ্গীর কবির ফিতা কেটে মোঃ মমিন খানকে নতুন ঘরটি বুঝিয়ে দিয়েছেন। সভাপতি মোঃ মোস্তফা কবির সকলের কাছে জনাব আলমগীর কবিরসহ পরিবারের জন্য দোয়া চেয়েছেন। মোস্তফা কবির বলেন চরভদ্রাসন উপজেলায় কেউ গৃহহীন থাকবে না।জনাব আলমগীর কবির সাহেব এর পক্ষ থেকে নতুন গৃহ প্রদান কর্মসূচী চলমান থাকবে ইনশাআল্লাহ। সকলের সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।