শেখ রাসেল,বাগেরহাট জেলা প্রতিনিধি: বনবিবি সুন্দরবন ও বনজীবি রক্ষায় পূজিত এক নারী শক্তি। বনজীবিদের বিশ্বাস জঙ্গল নোংরা করলে বনবিবি রাগ করেন। সুন্দরবনের জেলে, বাওয়ালি আর মৌয়ালদের কাছে বনবিবি আত্মবিশ্বাস ও সুরক্ষার দেবি। বাদাবনের রক্ষক। ৮ মার্চ বুধবার বিকেলে মোংলা উচ্চ বালিকা বিদ্যালয় চত্বরে ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারািপার আয়োজিত  বিশ্ব নারী দিবস উপলক্ষে পরিবেশ সংরক্ষণ বিষয়ক “বনবিবিঃ সুন্দরবন ও বনজীবি রক্ষায় পুজিত এক নারী শক্তি” শীর্ষক আলোচনা সভায় বক্তারা একথা বলেন।
বুধবার বিকেল ৪টায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওয়াটারকিপার্স বাংলাদেশ’র সমন্বয়কারী বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শরীফ জামিল। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার দীপংকর দাশ। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন জার্মান হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আঞ্জা ডিজেরি, জার্মান লেখক ডেটর রেইনহার্ড, মিথুন তামান্না ও দেওয়ান নূরতাজ আলম। আলোচনা সভা সঞ্চালনা করেন বাপা নেতা পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুন্দরবন জাদুঘরের পরিচালক সুভাষ চন্দ্র বিশ্বাস, ড. অসিত বসু, প্রভাষক শ্যামা প্রসাদ সেন, ড. অপর্ণা অধিকারী, প্রভাষক এস এম মাহবুবুর রহমান, প্রভাষক সাহারা বেগম, প্রভাষক নিগার সুলতানা সুমী,  বাপানেতা গীতিকার মোল্লা আল মামুন, নাজমুল হক, শেখ রাসেল, বাপানেত্রী কমলা সরকার, হাছিব সরদার, সুষ্মিতা মন্ডল প্রমূখ। আলোচনা সভা শেষে নারী দিবস ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক শিশু চিত্রাংকণ, কুইজ ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। সবশেষে নারী দিবস ও পরিবেশ সুরক্ষা বিষয়ে  সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে সুর ও বাণী সঙ্গীত একাডেমি।