পৃথিবীতে অজানা অনেক তথ্য রয়েছে যেগুলো সম্পর্কে আমরা সবাই অবগত নই এবং এমন অনেক ঘটনা ঘটে যা শুনে আমরা অবাক হই। এই ধারা ক্রমাগত চলতেই থাকবে। আজ আমরা জানা অজানা অদ্ভুত ও চমৎকার কিছু বিষয় সম্পর্কে জানব।

মানুষের মস্তিষ্কে রয়েছে ১৩০০ কোটি কন্ট্রোল বাটন। এর প্রতিটি বাটনের যেকোনো একটি দায়িত্ব রয়েছে।
হলুদ রঙ অন্য যে কোনো রঙের চেয়ে ১.২৪ গুণ দ্রুত চোখে পড়ে এজন্য স্কুলবাসের রঙ হলুদ হয়।
মানুষের শরীরের শিরা-উপশিরাগুলো একটার সাথে আরেকটা জোড়া দিয়ে ৬০ হাজার মাইল লম্বা করা যাবে।
আমরা কোনো কিছু স্পর্শ করলে, তখন তথ্যটি ঘণ্টায় ১২৪ মাইল বেগে আমাদের মস্তিষ্কে পৌঁছে।
বিশ্বে ৭০ ভাগ জুড়ে রয়েছে সমুদ্র, এর ৯৫ শতাংশ এখনো আমাদের জানার বাইরে।
প্রতি বছর পৃথিবীতে ১০ লাখের বেশি ভূমিকম্প হয়। এর বেশিরভাগই আমরা টের পাই না। তবে রিখটার স্কেলে ঠিকই তা ধরা পড়ে।

ডান পাশের ফুসফুস বাম পাশের তুলনায় বেশি বাতাস গ্রহণ করে।
চিংড়ি মাছের নার্ভাস সিস্টেম থাকে তলপেটে, মস্তিষ্ক থাকে গলায়, কিডনি থাকে মাথায় এবং দাঁত থাকে পাকস্থলীতে, পায়ের সাহায্যে শোনে এবং স্বাদ গ্রহণ করে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অব মেডিসিন এর গবেষণা অনুযায়ী, প্রেসক্রিপশনে ডাক্তারের হাতের লেখা না বুঝে ভুল ঔষধ খাওয়ার কারণে প্রতি বছর পৃথিবীতে অন্তত ৭০০০ ( সাত হাজার ) রোগী মারা যায়।
যারা রাতে ছয় ঘণ্টার চেয়ে কম ঘুমান, তারা অন্যদের তুলনায় তিনগুণ বেশি উচ্চ রক্তচাপের ঝুঁকিতে থাকেন।
যে নারীরা রাতে ৪ ঘণ্টার চেয়েও কম ঘুমান, অন্যদের তুলনায় তাদের হৃদরোগে মারা যাওয়ার আশঙ্কা দ্বিগুণ।
মানুষের নাক ৫০,০০০ এর কাছাকাছি সুবাস আলাদা করে সনাক্ত করতে পারে।

ভারতীয় গৃহবধুরা বিশ্বে ১১ শতাংশ সোনা গয়না হিসেবে ব্যবহার করে। এই সংখ্যা আমেরিকা, আইএমএফ, সুইজারল্যান্ড ও জার্মানির সম্মিলিত সোনা রিজার্ভের চেয়ে বেশি।
মহাকাশে পানির একটি বিশাল আধার আছে। এটি সূর্য থেকে এক লাখ গুণ বড় এবং পৃথিবীতে যত পানি আছে, সেখানে তার চেয়ে ১৪০ ট্রিলিয়ন গুণ বেশি পানি রয়েছে।

প্রতি সেকেন্ডে মশা তার ডানাগুলো ৩০০-৬০০ বার পর্যন্ত ঝাপটাযতে পারে এবং ঘণ্টায় উড়তে পারে ১০০-১৫০ মাইল।
মানুষের যত রোগ হয়, তার ৯০%রোগ হয় চিন্তা থেকে।
ঘরের বাতি নীল রঙের হলে মশার সংখ্যা বেড়ে যেতে পারে। কারণ নীল রঙ মশাকে আকৃষ্ট করে।
হার্মিং বার্ড পিছনের দিকে উড়তে পারে।

হাঁচির সময় ১০০ কিলোমিটার বেগে মানুষের নাক দিয়ে বাতাস বের হয়।
ডলফিন পৃথিবীতে একমাত্র প্রাণী, যে একচোখ খোলা রেখে ঘুমাতে পারে।
বেশীরভাগ প্রাণী ২ টি চোখ থাকলেও প্রজাপতির চোখের সংখ্যা ১২ হাজার।

 

কলমকথা/বি সুলতানা