বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুর সদর উপজেলার ২নং চরমাধবদী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গোলাপবাগ জামে মসজিদের সামনে জনাব আলমগীর কবির এর পক্ষ থেকে ৩জন ব্যক্তিকে ৩টা অটোরিকশা প্রদান করা হয়েছে। উক্ত অটোরিকশা প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অম্বিকাপুর ইউনিয়ন বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক, মোঃ সাব্বির হোসেন সরোয়ার।এ সময় উপস্থিত ছিলেন মোঃ রাজা খান,মোঃ খলিল মোল্লা, কালাম খাঁ,আয়নাল খাঁ,জলিল সেক,ওহাব সেকসহ অত্র মসজিদের সম্মানিত মুসল্লিগণ।
উপস্থিত ব্যক্তিবর্গ বলেন, জনাব আলমগীর কবির সত্যিকারের একজন মানব সেবক।তার এই ৩টা অটোরিকশা প্রদানের মাধ্যমে ৩টা পরিবারের মুখে হাসি ফুটুছে।অটোরিকশা পেয়ে তারা খুব হয়েছেন এবং জনাব আলমগীর কবির এর জন্য দোয়া করেছেন। সভাপতি মোঃ সাব্বির হোসেন সরোয়ার সকলের কাছে জনাব আলমগীর কবিরসহ পরিবারের জন্য দোয়া চেয়েছেন।সকলের সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।