মায়া, এক অদ্ভুত অনুভূতির নাম।
খুব সহজে একে মুছে ফেলা যায় না,,
কিন্তু মানুষ চেষ্টা করলে পারে না, এমন কিছু নেই।
কাউকে মন থেকে মুছে ফেলতে চান,
এই টিপস গুলো চেষ্টা করে দেখতে পারেন।
১★তার চোখের আড়াল হয়ে যান।
কথায় আছে চোখের আড়ালে তো মনের আড়ালে।
২★,সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন করুন,,।
৩★একা থাকবেন,, না,,সবার সাথে আড্ডাতে, খেলায়,মেলায়,,ফুর্তিতে থাকুন,,কেননা নিসঙ্গতা অতীত মনে করিয়ে দেয়,,, বার বার।
৪★বাদ দেন না ভাই।কিসের এতো মায়া,যেখানে অসুস্থ হলে নিজের শরীর টাও নিজের সাথ দিতে চায় না,,আর আপনি অন্যর মায়া নিয়ে পড়ে আছেন।
৫★ মানুষ পারে না,, এমন কিছু নেই,,আপনিও তাকে ভুলে যেতে পারবেন, মনে প্রাণে বিশ্বাস করেন,, এভাবে মাস দুই মাস নিজের দিকে ফোকাস ধরে রাখুন,, দেখবেন,, এখন আর কষ্ট হচ্ছে না।
সর্বোপরি ভালো থাকুন,,ভালো রাখুন,
জীবন টাকে উপভোগ করুন,
জিন্দেগী না মিলেগি দু বারা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।