স্তনের সাইজ মাপা এতোটা সহজ নয়। তাই ব্রা বানাতে সমস্যায় পড়লে একটু কৌশল অবলম্বন করলে খুব সহজেই কাপ সাইজ পাওয়া যায়।

স্তনের ঠিক নিচের অংশ মাপলে যা আসে তা হলো ব্যান্ড সাইজ। ব্যান্ড মানে স্তন বাদে আপনার দেহের পরিধি

ঠিক নিপল বরাবর মাপলে যা আসে তা হলো বাস্ট সাইজ। বাস্ট মানে স্তনসহ আপনার দেহের পরিধি

বাস্ট সাইজ (bust) থেকে ব্যান্ড সাইজ (band) বিয়োগ দিলে কাপ সাইজ পাওয়া যায়। মাপ ইঞ্চিতে হতে হবে।

bust size – band size = in inch.

কাপ সাইজ মানেই স্তনের পরিধি।

স্তনের পরিধি= স্তনসহ আপনার দেহের পরিধি – স্তন বাদে আপনার দেহের পরিধি

এটা এবার শুদ্ধ ভাষায় রিপ্লেস করলেঃ

কাপ সাইজ= বাস্ট সাইজ – ব্যান্ড সাইজ।

যদি বিয়োগফল ১ ইঞ্চি আসে তাহলে কাপ সাইজ A টাইপ। ২ ইঞ্চি আসলে B ইঞ্চি টাইপ। ৩ ইঞ্চি আসলে C টাইপ। ৪ ইঞ্চি আসলে D টাইপ

ভাবছেন সব শিখে গেছেন। তাহলে কিছু শিখেন নাই। আরো কিছু নিয়মকানুন আছে। band size ৩০ ইঞ্চি বা তার কম হলে ২ যোগ করতে হয়। আর বেশি হলে কিছু করতে হয় না।

উপরের ফটোতে ব্যান্ড সাইজ ৩৬। তাই বাড়তি ২ যোগ করা হয় নাই।