১।   অক্টোপাসের দেহে তিনটি হৃদপিণ্ড আছে।

২। প্রজাপতির চোখের সংখ্যা ১২ হাজার।

৩।  এ মাত্র যিনি কলা খেলেন তার প্রতি মশার আকর্ষণ বেশী ।

৪।  একজন মানুষের জীবনে ৪০ পাউন্ড চামড়া ঝরে যায়। অর্থাৎ সে হিসেবে প্রতি মাসে একবার দেহের চামড়া পরিবর্তিত হয়।

৫।  এক কাপ কফিতে ১০০-এরও বেশি রাসায়নিক পদার্থ আছে।

৬।  মানুষের দেহ গঠন করা পরমানুতে থাকা খালি জায়গা যদি অপসারণ করা হয়, তাহলে পৃথিবীর সব মানুষকে একটি আপেলের মধ্যে রাখা যাবে।

৭।  এক পাউন্ড বিশুদ্ধ তুলা থেকে ৩৩ হাজার মাইল লম্বা সুতা তৈরি সম্ভব ।