দোষে গুণেই মানুষ। সৃষ্টিগতভাবে প্রত্যেক মানুষই ইসলামের ফিতরাতে জন্ম গ্রহণ করে। যার ফলশ্রুতিতে মানুষের ভালো গুণই প্রকাশ হওয়ার কথা। তারপরও মানুষের মাঝে খারাপ গুণ প্রকাশ পায়।
মানুষ ভালো গুণের অধিকারী হবে। ভালো চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পাবে এটাই ঈমানের দাবি। তাম্বিহুল গাফিলিনে এসেছে, যার মধ্যে পাঁচটি গুণের সমাবেশ থাকে- সে সর্বোৎকৃষ্ট মানুষ।
ভালো মানুষরা কখনোই অন্যের খারাপ চায় না।
ভালো মানুষরা অন্যের সুখ দেখে হিংসা করে না।
একজন ভালো মানুষের মধ্যে ন্যায়পরায়ণতা বোধ বেশি থাকে।
আমি মনে করি ভালো মানুষের মধ্যে তুলনামূলক ভাবে বেশি মায়া মমতা থাকে। মানে দয়ালু হয়।
একজন ভালো মানুষ কোন স্বার্থ ছাড়াই অন্য দের সাহায্য করেন। মানে পরোপকারী হন।
ভালো মানুষরা সাধারণত সমাজে একটু বেশি শ্রদ্ধ নীয় হয়ে থাকেন। কিন্তু কখনো কখনো অতি ভাল হওয়ায় অনেক সমস্যায় পড়তে হয়।
সাধারণত আমরা সেই মানুষ কেই ভালো বলে থাকি, যার চরিত্র ভালো।
একজন ভাল মানুষ কখনোই অন্য মানুষকে দুঃখিত করেন না।
ভালো মানুষরা কাউকে ঠকায় না।
এছাড়াও অনেক বৈশিষ্ট্য রয়েছে একজন ভাল মানুষের যা দেখলে বোঝা যায় যে কোন মানুষ ভালো কিনা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।