এখন দিনের বেলায় বাইরে সূর্যের প্রখর রোদ। বাইরে বেরলেই ঘামে ভিজে যায় গায়ের পোশাকআশাক। ফলে পোশাকে ঘামের দাগ, দুর্গন্ধ হওয়াটা স্বাভাবিক।
বিশেষ করে সাদা পোশাকে ঘামের হলুদ দাগ বসে যায়। অথচ স্কুল-কলেজের বেশিরভাগেরই ইউনিফর্মই সাদা। সেই সঙ্গে বেশ কিছু অফিসেও সাদা পোশাককে প্রাধান্য দেওয়া হয়। সাদা কাপড় থেকে ঘামের দাগ তোলার সহজ একটি উপায় জেনে রাখুন।
চা ও কফির দাগ: পোশাকে চা বা কফির দাগ লাগলে প্রথমে ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করবেন না। আগে পোশাকটি পানিতে ভিজিয়ে রাখুন। এরপর সামান্য পানিতে কয়েক ফোঁটা গ্লিসারিন মিশিয়ে দাগের ওপর ঘষে নিন। তাতেও যদি দাগ না ওঠে তাহলে পানি, সোডা ও ব্লিচিংয়ের মিশ্রণে ডুবিয়ে দিন। কিছুক্ষণ রাখার পর পোশাকটি ধুয়ে ফেলুন।
পদ্ধতি: ঘামের দাগ পোশাক থেকে তুলতে প্রথমে ভিনেগার ও হালকা গরম পানি একসঙ্গে মিশিয়ে নিন। সেই পানিতে জামা ভিজিয়ে রাখুন অন্তত ২০ মিনিট। এরপর একটি বাটিতে বেকিং সোডা, লবণ ও হাইড্রোজেন পারঅক্সাইড একসঙ্গে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। এবার ভিনেগার পানি থেকে জামাটি তুলে অতিরিক্ত পানি চিপে নিন। এবার দাগের জায়গায় মিশ্রণটি লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। দেখবেন ঝলমল করছে সাদা জামাটিও। দাগছোপ সব উধাও হয়ে যাবে এই উপায়ে।
ভিনেগার
দাগের অংশ ভিনেগার দিয়ে ভেজান। সারারাত রেখে পরদিন পরিষ্কার করে ফেলুন। এটি কাজ করবে রঙিন কাপড়ে। সাদা কাপড়ে ভিনেগার লাগাবেন না, হলদে হয়ে যাবে কাপড়।
লেবুর রস
ঘামের দাগ বোঝার সঙ্গে সঙ্গে লেবু ঘষে নিন দাগের উপর। ১০ মিনিট রেখে কুসুম গরম পানিতে হ্যান্ডওয়াশ মিশিয়ে ধুয়ে ফেলুন।
লবণ
কাপড়ে লাগা ঘামের পুরনো দাগ দূর করতে পারেন এই পদ্ধতিতে। সাদা ও রঙিন- দুই ধরনের কাপড়েই কার্যকর এই পদ্ধতিটি। দাগের অংশ পানিতে ভিজিয়ে লবণ ছিটিয়ে দিন। সারারাত এভাবেই রাখুন। পরদিন পানি দিয়ে ভিজিয়ে আরও খানিকটা লবণ দিন। হালকা হাতে ঘষে ঘষে উঠিয়ে ফেলুন দাগ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।