বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না গ্রামে স্বামীর দাবীর অধিকার পাওয়ার জন্য ময়না গ্রামের মামুন খানকে আসামি করে গত ২০২১ সালের নভেম্বর মাসে ফরিদপুর আদালতে মামলা করেন কাকলী বেগম নামের এক মহিলা।

ওই মামলা আদালতে এখনও চলমান। ইতিমধ্যে কাকলী বেগমের আরেকটি বিয়ের কাগজপত্র ফাঁস হয়েছে সম্প্রতি। বিয়ের ওই কাগজপত্র দেখে জানা যায়, কোট এফিডেভিটের মাধ্যমে গত ২০২২ সালের ২৭ জুলাই ময়না গ্রামের আব্দুল্লা খালাশীকে কোর্ট এফিডেভিটের মাধ্যমে বিয়ে করেন।

কোর্ট এফডেভিটে কাকলী বেগম ও আব্দুল্লা খালাশী দুইজনই স্বাক্ষর করেছেন।

পারুল খান বলেন, আমার ছেলের নামে যে মামলা করেছেন কাকলী বেগম তা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। কোথার থেকে একটি স্ট্যাম্প জোগার করে আমার ছেলের নামে

আদালতে মামলা করেছে। যে কাগজ ওই মেয়ে দেখিয়েছে ওই কাগজের স্বাক্ষর আমার ছেলের না। এব্যাপারে কাকলী বেগমের সাথে যোগাযোগ করা সম্ভাব হলো না তাই তার বক্তব্য দেয়া হলো না।