গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার

 

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শনিবার সকালে পীরগঞ্জ মুক্তি যোদ্ধা কমপ্লেক্সে স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদর সদস্য ডাঃ মুনির উদ্দিন চৌধুরী কে মুক্তি যোদ্ধা গেজেট ভূক্তির অপচেষ্টা ও তার মেয়ে পাক বাহিনীর ক্যাপ্টেন জাহিদের বিনোদিনী সুফিয়া বেগম কে বীরাঙ্গনা তালিকা ভুক্তির প্রতিবাদে ও গেজেট বাতিলের দাবীতে উপজেলা কমান্ড কাউন্সিলের সাংবাদিক সন্মেলন অনুষ্ঠিত হয়।

 

উক্ত সাংবাদিক সন্মেলন অনুষ্ঠানে বক্তব্য রাখেন পীরগঞ্জ পৌর কমান্ডার বীর মুক্তি যোদ্ধা কমরেড নুরুজ্জামান,সাবেক উপজেলা কমান্ডার মোঃ ইব্রাহিম খান প্রমুখ।

 

সরেজমিনে সংবাদ সন্মেলনের এক বিবৃতিতে জানা যায়,ইব্রাহীম খান বলেন আমরা স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদর সদস্য ডাঃ মুনির উদ্দিন চৌধুরীকে গেজেট ভুক্তি না করার জন্য এবং মুনির উদ্দিন চৌধুরীর মেয়ে সুফিয়া বেগম কে বীরাঙ্গনা তালিকা ভুক্তির প্রতিবাদে সংবাদ সন্মেলন করেন উপজেলা কমান্ড কাউন্সিল।

 

উক্ত অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক গীতি গমন চন্দ্র রায় গীতি,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।