চুলোয় দুধ চাপিয়ে একটু দুরে গেলেই যেন সব দুধই উপচে পড়ে। এক মুহূর্তও যেন নড়বার জো নেই। নড়লেই সাথে সাথে দুধ পড়ে চুলা, রান্নাঘরের চেহারাই পাল্টে যায়।
তাই সামনে দাঁড়িয়ে ক্রমাগত নেড়ে যেতে হয়। তবে কখনো কখনো প্রয়োজনে তো দুরে যেতেই হয়, তাহলে উপায়? রইলো তিনটি সমাধান।
পানি
দুধ গরম করার আগে সামান্য পানি মিশিয়ে নিন। এরপর অল্প আঁচে গরম করুন। এতে করে দুধ না উপচিয়ে পানি বাষ্প হয়ে উড়ে যাবে। এছাড়াও কখনো যদি হঠাৎ করে দেখেন দুধ উপচে পড়ছে চট করে পানির ছিটে দিন, আর উপচে পড়বে না।ঘি
ঘি
যে পাত্রটিতে দুধ গরম করবেন তার উপরের দিকটাতে ভালো করে ঘি মেখে নিন। তারপর দুধ গরম করলেও ঘিয়ের প্রলেপে দুধ আর উপচে পড়বে না।
কাঠের হাতা
দুধ জ্বাল করতে ব্যবহার করুন কাঠের হাতা। পাত্রের উপর আড়াআড়ি ভাবে কাঠের হাতা রেখে খুব সহজেই দুধ উপচে পড়া আটকাতে পারেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।