ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের সৌলার বন্দর ও উত্তর পাড়িয়া গ্রামে গত বুধবায় শিয়ালের কামড়ে ৬ জন আহত হয়েছেন। এ ঘটনায় বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের সৌলার বন্দর ও উত্তর পাড়িয়া গ্রামের মানুষের মধ্যে শিয়াল-আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, বুধবার সন্ধ্যায় পাড়িয়া ইউনিয়নের সৌলার বন্দর, উত্তর পাড়িয়া নাগর নদীর তীরঘেঁষা গ্রামে শিয়ালের আক্রমণে ৬ জন আহত হন। এই দিন গ্রামের কয়েকটি বাড়ি ও রাস্তায় একাধিক শিয়াল লোকজনকে কামড়ে আহত করে। এর মধ্যে সৌলার সুজন দাসের পুত্র দিপু দাস (৮), মাজেদুর রহমানের ছেলে রানা(১৮), ফজলুর রহমানের ছেলে হৃদয় (১৬), বিজয় দাসের পুত্র সুমন দাস (১৮), মৃত্য অনাথ চন্দ্রের পুত্র প্রদীপ চন্দ্র (২৮) ও উত্তর পাড়িয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে মিলনকে (২৮) গুরুতর হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি হয়। তাদেরকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্য মিলন স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করে। ওই ঘটনার পর থেকে কয়েকটি গ্রামে শিয়াল-আতঙ্ক বিরাজ করছে। সন্ধ্যা হলে শিয়ালের ভয়ে শিশু, নারীসহ লোকজন ঘর থেকে বের হচ্ছে না। লোকজনকে লাঠিসোঁটা নিয়ে বাড়ির বাইরে বের হতে হচ্ছে।
পাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ্যাডভোকেট জিল্লুর রহমান বলেন, স্থানীয় লোকজন শিয়ালগুলোকে নিধন করার চেষ্টা করছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।