নিজস্ব প্রতিবেদকঃ বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র নীতি নির্ধারনী কমিটির জরুরী সভা ২৭ আগস্ট মঙ্গলবার রাজধানীর তোপখানা রোডস্থ ক্যাফে বৈশাখীতে অনুষ্ঠিত হয়।
আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিষয়ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করেন ভাইস চেয়ারম্যান আল আমিন হোসেন সোহাগ, মোঃ নাসিম খান, স্থায়ী পরিষদ সদস্য মোঃ মঞ্জুর হোসেন ঈসা, যুগ্ম মহাসচিব লুৎফুন নাহার রিক্তা, সাংগঠনিক সম্পাদক মোঃ শাফিউর রহমান কাজী, তথ্য ও গবেষণা সম্পাদক নাহিদা আক্তার পপি, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন হিমেল, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ মাসুদ আলম, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ সাহিদুল ইসলাম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোঃ নূর ইসলাম নুরু, লাইব্রেরি বিষয়ক সম্পাদক আবুল কাশেম তালুকদার টিটু, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল শিকদার, সাধারণ পরিষদ সদস্য মোঃ কাউসার হোসেন, মোঃ আলম মৃধা, মোঃ টিপু সুলতান, মোঃ ফজলে রাব্বী, মোঃ নুরুজ্জামান ও আবু সাঈদ। সভায় আরজেএফ’র মহাসচিব মোঃ সেকেন্দার আলম শেখ অসুস্থ থাকায় সর্বসম্মতিক্রমে মহাসচিবের অতিরিক্ত দায়িত্ব ভাইস চেয়ারম্যান সৈয়দ আল-আমিন হোসেন সোহাগকে প্রদান করা হয়।
বন্যার্ত এলাকায় ক্ষতিগ্রস্থ আরজেএফ সদস্যদের সহযোগিতার জন্য ভাইস চেয়ারম্যান এডভোকেট মাসুদুর রহমানকে আহ্বায়ক, সিনিয়র যুগ্ম মহাসচিব মোঃ সাজ্জাদ আলম খান সজলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোঃ তাজমিনুর রহমান তুহিনকে যুগ্ম আহ্বায়ক, অর্থ সচিব মোঃ ফারুকুল ইসলামকে সদস্য সচিব করে একটি ত্রাণ ও পুনর্বাসন উপ-কমিটি গঠন করা হয়। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা শীর্ষক একটি গোলটেবিল বৈঠক আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। সাংগঠনিক ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আরো বেশ কয়েকটি কর্মসূচি গ্রহণ করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।