মোঃ মিজানুর রহমান, খুলনা জেলা প্রতিনিধি: ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি বাংলাদেশ খুলনা জেলা ১১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়ায় খুলনা বিভাগীয় টিম লিডার দেবব্রত স্যার ও খুলনা জেলা কমিটির আহ্বায়ক শহীদুল্লাহ আল আজাদ সহ আহবায়ক, যুগ্ম আহ্বায়ক ,সদস্যদের পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান নোমান স্যার কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে খুলনা জেলা কমিটির( ১)আহবায়ক মোঃ শহীদুল্লাহ আল আজাদ, দৈনিক বাংলাদেশ সংবাদ।

(২)যুগ্ন আহবায়ক মোঃ খবিরুদদীন, দৈনিক সংযোগ বাংলাদেশ।( ৩)যুগ্ন আহবায়ক , মোঃ বেনজির হোসেন, দৈনিক প্রবাহ। (৪)যুগ্ন আহবায়ক ,মুন্সী মোঃ রায়হান দৈনিক রূপসা অঞ্চল। (৫)যুগ্ন আহবায়ক এফ এম বোরহান ,দৈনিক প্রাণের বাংলাদেশ।
(৬)যুগ্ন আহবায়ক মোঃ মিজানুর রহমান দৈনিক আমাদের ফোরাম।আর ও শুভেচ্ছা জানিয়ছেন সদস্য সচিব (৭)মোঃ রাসেল শেখ দৈনিক সন্ধ্যাবাণী। সদস্য ,(৮)ইফফাত সানিয়া ন্যান্সি ,এটিএন নিউজ।
(৯) সদস্য মোঃ ওমর ফারুক ,বাংলাদেশ সংবাদ।(১০) সদস্য মোহাম্মদ আজিজুল ইসলাম, দৈনিক এশিয়া বাণী। (১১) সদস্য মোঃ সোহরাব কাজী দৈনিক প্রতিদিনের স্বদেশ। এই মোট ১১ জন কে সদস্য করে খুলনা জেলা কমিটির অনুমোদন দেয়া হয়েছে এবং এই সংগঠনকে সামনে এগিয়ে নেওয়ার জন্য চেয়ারম্যান স্যার বিনীত আহবান করেছেন সকলের কাছে এবং দোয়া চেয়েছেন।