কক্সবাজার প্রতিনিধিঃ জাতীয় কাউন্সিল বাস্তবায়ন, পেশাগত মান উন্নয়ন , অধিকার প্রতিষ্ঠা ও প্রশিক্ষিত সাংবাদিক সমাজ গড়ার লক্ষ্যে”সরকারী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালায় শতভাগ সাংবাদিকদের অংশগ্রহণ বাস্তবায়ন করার লক্ষ্যে তৃণমূল সাংবাদিকদের অধিকার আদায়ের সংগঠন রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র কক্সবাজার জেলা শাখার উদ্যোগে এক সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে কক্সবাজার বাস টার্মিনালস্হ খাবার বাড়ি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র কক্সবাজার জেলা শাখার সভাপতি আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম, রমজান আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, আরজেএফ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, আরজেএফ’র সাবেক সিনিয়র ভাইস চেয়ারম্যান মো: সেকেন্দার আলম শেখ, স্বাগত বক্তব্য রাখেন, আরজেএফ চট্টগ্রাম বিভাগের সাবেক সাংগঠনিক সমন্বয়ক ও বাংলাদেশ সংবাদ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক আব্দুল্লাহ আল মারুফ।
উক্ত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, আরজেএফ’র কক্সবাজার জেলা শাখার
সিনিয়র সহ-সভাপতি যথাক্রমে আবদু শুক্কুর, পুর্ন বর্ধন বড়ুয়া, ওমর ফারুক বুলবুল সিকদার সহ-সভাপতি দিদারুল ইসলাম কাজল, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সিরাজী ও নুরুল আলম সিকদার, সহ- সাংগঠনিক সম্পাদক জাফরুল ইসলাম রানা ও মতিউল ইসলাম মতি, অর্থ সম্পাদক মো: ইলিয়াছ, সহ-অর্থ সম্পাদক সৈয়দ মোঃ আব্দুলাহ, জনকল্যাণ বিষয়ক সম্পাদক মোস্তফা জামান চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল্লাহ শাহরিয়ার বাপ্পি, কার্যকরী সদস্য যথাক্রমে হোসাইন শরীফ সোহেল, সায়েদ, সালমান, মো: শাহাজান, মো: সালাউদ্দিন, কেন্দ্রীয় সাধারণ পরিষদের সদস্য যথাক্রমে শায়েক, জয়নাল উদ্দিন, মফিজুর রহমান, কক্সবাজার জেলা হকার সমিতির সভাপতি শহিদুল ইসলাম শহিদ,মো: শফিকুর রহমান, বরুন চক্রবর্তী,প্রদীপ চক্রবর্তী, জাহিদুল ইসলাম, মো: কামাল উদ্দীন কোম্পানি, শাহেদ ওসমান প্রমূখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।