মিথ্যা মামলায় ফাঁসানো ১৪ জন তরুণ সাংবাদিকের জামিন দিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন আদালত-২ এর বিজ্ঞ বিচারক শঙ্কর কুমার বিশ্বাস। সাংবাদিকদের পক্ষে মামলাটি পরিচালনা করেন এডভোকেট মিজানুর রহমান বাদশা। এছাড়া এসময় সাংবাদিকদের পক্ষে আদালতে দাঁড়ান উকিল বারের সাধারণ সম্পাদক পারভেজ জাহিদী, সিনিয়র এডভোকেট মুতাসিম বিল্লাহ্, এডভোকেট আবদুল্লাহ আল মামুন-সহ আরো ৯ জন আইনজীবী।

এ সময় বিচারক আইনজীবীদের কথা গুরুত্বের সাথে শোনেন এবং অপরাধ পর্যালোচনা এ জামিন আদেশ দেন। প্রশাসনের অনুমতি নিয়ে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিতে হামলার বিষয়ে তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করেছেন রাজশাহী আদালতে কর্মরত আইনজীবীরা।

এ দিকে মানববন্ধনে উপস্থিত থাকা দুই বীর মুক্তিযোদ্ধাকে অপমান-অপদস্ত করায় ফুঁসে উঠেছেন রাজশাহীর বীরমুক্তিযোদ্ধারা, তাঁরা খুব তাড়াতাড়ি-ই মানববন্ধনে হামলাকারী সন্ত্রাসী ও দূর্ণীতিবাজদের বিরুদ্ধে মানববন্ধন করবেন বলে জানিয়েছেন। বাংলাদেশের দ্বিতীয় প্রাচীন ঐতিহ্যবাহী রাজশাহী প্রেসক্লাব, হামলায় আক্রান্তদের রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ), রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ),মানবাধিকার সাংবাদিক সংগঠন (আইএইচসিআরএফ), বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যান সোসাইটি সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

উল্লেখ্য, গত ৩১ৈ অক্টোবর রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব ও চারটি জাতীয় পর্যায়ের সাংবাদিক ও মানবাধিকার সংগঠনের স্থানীয় কমিটির ব্যাণারে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও রাজশাহীর দুই দূর্নীতিবাজ শিক্ষা বিভাগের কর্মকর্তার অপসারণের দাবিতে শান্তি পূর্ণ মানববন্ধন বন্ধ করার জন্য দৈনিক কালের কন্ঠের রাজশাহী প্রতিনিধি ও আরইউজে সভাপতি রফিকুল ইসলাম দূর্নিতিবাজদের এজেন্ডা বাস্তবায়ন করতে সন্ত্রাসী হামলা চালান।

সন্ত্রাসী মামলা প্রতিহত করতে গিয়ে বরেন্দ্র প্রেসক্লাবের পাঁচজন সাংবাদিক আহত হন। এরপর রাতের আঁধারে রফিকুলের পক্ষে আরেক সাংবাদিক নেতা রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ১৪ তরুণ সাংবাদিকের নামে একটি মিথ্যা মামলা দায়ের করেন। এই ১৪ সাংবাদিক হলেন দৈনিক সকালের সময়’র রাজশাহী ব্যুরো প্রধান শাহিনুর রহমান সোনা, এশিয়ান টিভি রাজশাহী প্রতিনিধি আবু কাওসার মাখন, আনন্দ টিভি রাজশাহী প্রতিনিধি শামসুল ইসলাম, দৈনিক বাংলাদেশের আলো রাজশাহী ব্যুরো প্রধান ফারুক আহমেদ, দৈনিক গণমুক্তির

রাজশাহী ব্যুরো প্রধান মাযহারুল ইসলাম চপল, দৈনিক গণকন্ঠের ব্যুরো প্রধান লিয়াকত হোসেন, দৈনিক স্বদেশ প্রতিদিন’র রাজশাহী ব্যুরো প্রধান আল আমিন হোসেন, দৈনিক বিশ্ব মানচিত্র’র ব্যুরো প্রধান ওদুদুজ্জামান সুবাস, দৈনিক রুপালী দেশ’র রাজশাহী প্রতিনিধি রেজাউল করিম, ডেইলি ইন্ডাস্ট্রি’র রাজশাহী প্রতিনিধি শাহীন সাগর, দৈনিক বিচিত্রার রাজশাহী প্রতিনিধি সাগর নোমানী, দৈনিক বাংলাদেশ বাংলাদেশ সমাচার’র রাজশাহী প্রতিনিধি জুবায়ের আলম রাজন, দৈনিক আমাদের মাতৃভূমির সুমন হোসেন ও ভোরের আভা.কম এর হারুন অর রশিদ।