সংগঠনকে টেকসই ও গতিশীল করার লক্ষ্যে নীলফামারী জেলার আওতাধীন বাংলাদেশ প্রেস ক্লাব ডিমলা উপজেলা শাখার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬- জুন) বিকাল ৫ ঘটিকায় সময় বাংলাদেশ প্রেস ক্লাব ডিমলা উপজেলা শাখার নিজস্ব কার্যালয়ে (অস্থায়ী কার্যালয়) এই সভা অনুষ্ঠিত হয়।এই ফলোআপ সভার মূল আলোচনা হলো সংগঠনটিকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ প্রেস ক্লাব এর সকল সংবাদ কর্মীদের সক্রিয়ভাবে কাজ করতে হবে।
এ সময় বাংলাদেশ প্রেস ক্লাব ডিমলা উপজেলা শাখার প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ হামিদার রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব নীলফামারী জেলা শাখার সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল বারী (জেলা প্রতিনিধি- দেশ টিভি, জেলা প্রতিনিধি- বাংলাদেশ প্রতিদিন) এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস ক্লাব ডিমলা উপজেলা শাখার আহবায়ক কমিটি ও বাংলাদেশ প্রেস ক্লাব ডিমলা উপজেলা শাখার সকল সংবাদকর্মীগণ।
উপস্থিত সংবাদ কর্মীদের মাঝে অতিথি মোঃ আব্দুল বারী (জেলা প্রতিনিধি- দেশ টিভি, জেলা প্রতিনিধি- বাংলাদেশ প্রতিদিন) বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং জাতির বিবেক কে সঠিক পথে পরিচালনা করার পরামর্শ দেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।