নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা সাংবাদিক ইউনিয়ন( ডিইউজের) সাবেক সভাপতি আবু জাফর সূর্য বলেছেন তৃণমূল থেকে উঠে আসা অনেকেই এখন প্রতিথযশা সাংবাদিক।
কেউ কেউ দেশের গন্ডি পেড়িয়ে বিদেশেও সুনাম কুড়িয়েছেন। তিনি আরও বলেন, ডেস্কের সাংবাদিকতার চেয়ে তৃণমুলে সাংবাদিকদের অনেক বেশী কাজ করতে হয়। যারা গণমাধ্যমের অফিসে সাংবাদিক হিসেবে কর্মরত তারা একটি বিট বা একটি বিষয়ের উপর কাজ করে থাকে আর তৃণমূল সাংবাদিকতায় সব সংবাদের দিকে নজর রাখতে হয়।
তিনি রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন( আরজেএফ) এর নব নির্বাচিত কার্যকরী কমিটির একটি প্রতিনিধি দলের সাথে মতবিনিময় ও সৌজন্যে সাক্ষাতকালে এসব কথা বলেন।
এ সময় আরজেএফ এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, অর্থ সচিব মোঃ ফারুকুল ইসলাম, মানবাধিকার বিষয়ক সম্পাদক এম আর এ সুজন মাহমুদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ সাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ সময় আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম বলেন, আরজেএফ একটি প্রশিক্ষিত সাংবাদিক সমাজ গড়তে এবং সাংবাদিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন বেগবান করতে বিগত ১৬ বছর যাবৎ কাজ করে যাচ্ছে। আগামীতে সাংবাদিকদের কল্যানে আরজেএফ কাজ করে যাবে ইনশাআল্লাহ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।