

সাথী বেগম (নড়াইল): নড়াইলে রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র অর্থ সচিব ফারুকুল ইসলাম এর জীবন ও কর্ম শীর্ষক স্মরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গত ৪জুলাই শুক্রবার বিকাল ৪টার সময় নড়াইল শহরের ধোপাখোলা মোড়ের পাশে অবস্থিত কফি হাউজে উক্ত স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরজেএফ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরজেএফ মহাসচিব মোঃ সেকেন্দার আলম শেখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরজেএফ সিনিয়র যুগ্ম মহাসচিব ও নড়াইল জেলা আরজেএফ সভাপতি সাজ্জাদ আলম খান সজল, সাধারণ সম্পাদক স্বপন কুমার দাসের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালনা করেন আরজেএফ স্থায়ী পরিষদ সদস্য উজ্জ্বল খান।
জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন- আরজেএফ সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক মোঃ এনামুল হক, কেন্দ্রীয় সহ-গণযোগাযোগ সম্পাদক সুমন চক্রবর্তী, কেন্দ্রীয় স্হায়ী পরিষদ সদস্য দেব প্রসাদ দাশ, সহ-সাহিত্য সম্পাদক মামুন মোল্লা, আন্তর্জাতিক সম্পাদক মিলন মল্লিক।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ সংবাদ সংস্থা(বাসস) এর বিভাগীয় প্রতিনিধি সুলতান মাহমুদ, এশিয়ান টিভি নড়াইল জেলা প্রতিনিধি কাজী আশরাফ হোসেন, নড়াইল জেলা আরজেএফ আইন উপদেষ্টা এ্যাড: রিয়াজুল ইসলাম, আইন সম্পাদক এ্যাড: রাকিব হাসান, নড়াইল জেলা আরজেএফ যুগ্ম সম্পাদক সুলতান মোল্লা, নড়াইল জেলা নারী বিষয়ক সম্পাদক সোহানা পারভীন জনি প্রমুখ।
মোঃ ফারুকুল ইসলাম এর কর্ম জীবন তুলে ধরেন আরজেএফ সংগঠনের সাংবাদিকবৃন্দ। হঠাৎ এভাবে আমাদের ছেড়ে চলে যাবে কেউ কল্পনা করতে পারি নাই।তিনি একজন অত্যান্ত ভালো মনের মানুষ ছিলেন। তিনি আরজেএফ অর্থ সচিবের দায়িত্ব পাওয়ার পর দায়িত্ব কখনই অবহেলা করেন নাই। তিনি সাদা মনের মানুষ ছিলেন,সকলেই তার জন্য দোয়া করেন। সেই সাথে তার মৃত্যেতে গভীর শোক প্রকাশ করেন।
অনুষ্ঠান দোয়া পরিচালনা করেন আরজেএফ কেন্দ্রীয় সহ ধর্ম বিষয়ক সম্পাদক উলফাত শেখ।

ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।