ঢাকা শুক্রবার ১৮ জুন ২০২১: আগামি ২১ জুন ২০২১ তারিখে দেশের বিভিন্ন উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নির্বাচন চলাকালীন সময়ে তথ্য সংগ্রহ ও পেশাগত দায়িত্ব পালনকালিন সাংবাদিকদের বাধাঁদান,লাঞ্ছিত করা হামলা করা এবং নির্যাতনের ঘটনার পূনরাবৃত্তি না ঘটানোর দাবি করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর বাংলাদেশ নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি সুদৃষ্টি রাখার অনুরোধ জানিয়েছেন।

বিএমএসএফ পর্যবেক্ষন করেছে ইতিপূর্বে অনুষ্ঠিত নির্বাচন গুলোতে দেশের বিভিন্ন স্থানে ব্যাপকহারে সাংবাদিক নির্যাতন, লাঞ্ছিত, হামলা ও মামলার শিকার হয়েছেন।

নির্বাচনকালে সাংবাদিক নির্যাতন ঘটনার পূনরাবৃত্তি যেন না ঘটে সে ব্যাপারে সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতিও দাবি করা হয়।