মোঃ এনামুল হক লোহাগড়া স্টাফ রিপোর্টার:
রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর সহযোগী সংগঠন আরজেএফ কালচারাল ফোরামের অনুমোদন দিয়েছেন নড়াইল জেলা কমিটি| সংগঠনের চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম গঠনতন্ত্রের ১০(ক)ধারা মোতাবেক ও অনুমোদন প্রদান করেন| সুপারিশ করেন আরজেএফ’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব(ভারপ্রাপ্ত) ও আরজেএফ কালচারাল ফোরমের কেন্দ্রীয় সদস্য সচিব মোঃ সাজ্জাদ আলম সজল| আরজেএফ কালচারাল ফোরামের নড়াইল জেলা শাখার উপদেষ্টা পরিষদ সদস্য মনোনীত করেছেন অ্যাডভোকেট অনিল কুমার ভুট্টচার্জ| মোঃ উজ্জল খাঁন | এবিএম হামিমুর রহমান শামিম| কার্যনির্বাহী কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন মোঃরাজু খাঁন| সহ-সভাপতি হীরক রতন দাস| সাঃসম্পাদক মোঃ আরিফুজ্জামান(আরিফ) সহ-সম্পাদক মোঃ মেহেদী হাসান| সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন সরকার| প্রচার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম| সহ-প্রচার সম্পাদক শীপন শেখ| কোষাধ্যক্ষ আশা খানম|মহিলা বিষয়ক সম্পাদক অন্তরা মল্লিক | কার্যনির্বাহী সদস্য মোঃ নাইমুল ইসলাম| মোঃ নুর নবী হোসেন|তাপন সরকার | সাব্বির হোসেন| গোপাল বিশ্বাস| এ কমিটি গত ২৯ জুলাই অনুমোদন দেয়া হয়েছে|আগামী বছর এ কমিটি দায়িত্ব পালন করবে| পরবর্তী কমিটি সম্মেলনের মাধ্যমে গঠন করা হবে|
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।