নিজস্ব প্রতিনিধি: গত ২৮ অক্টোবর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আরজেএফ’র জাতীয় কাউন্সিলে নবনির্বাচিতদের সন্মাননা অনুষ্ঠানের আয়োজন করেছে রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর যশোর জেলা শাখা। ২৫ নভেম্বর শনিবার বিকালে জেলা শিলকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে আরজেএফ যশোর জেলা সমন্বয়ক ও কেন্দ্রীয় যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক সানোয়ার আলম সানু’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম। সভায় প্রধান আলোচক ছিলেন আরজেএফ মহাসচিব মো: সেকেন্দার আলম শেখ। অনুষ্ঠান পরিচালনা করেন স্থায়ী পরিষদ সদস্য মোঃ উজ্জল খান।
এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আরজেএফ এর ভাইস চেয়ারম্যান সৈয়দ আল আমিন হোসেন সোহাগ,সিনিয়র যুগ্ন মহাসচিব সাজ্জাদ আলম খান সজল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবুল বাশার, এনামুল হাসান নাঈম, সহ-গণ যোগাযোগ বিষয়ক সম্পাদক সুমন চক্রবর্তী, স্থায়ী পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম ও গোলাম আযম মনির,যশোর জেলা আরজেএফ সিনিয়র সদস্য মো: আবিদুর রেজয়ান, মো: সাইফুল ইসলাম, শামীম আক্তার প্রমুখ। পবিত্র কুরআন তেলয়াত করেন মাদ্রাসাতুল কোরয়ান ঝুমঝুমপুর মাদ্রাসার একদল শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা সভা শেষে নবনির্বাচিত চেয়ারম্যান ও মহাসচিব সহ কেন্দ্রীয় নেতাদের ফুল ও ক্রেস দিয়ে বরণ করে নেন জেলা আরজেএফ। সভার দ্বিতীয় পর্বে জেলা আরজেএফ সদস্যদের মতামতের ভিত্তিতে সানোয়ার আলম সানুকে সভাপতি, এম এন আশরাফ শুভ কে সাধারন সম্পাদক ও জাহাঙ্গীর আলমকে সিনিয়র সহ সভাপতি কে যশোর জেলা আরজেএফ এর কমিটি ঘোষনা করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।