আবুল হাশেম, রাজশাহী ব্যুরোঃ রাজশাহীতে ৩রা নভেম্বর জেল হত্যা দিবসে “জাতীয় চার নেতার খুনীদের বিচার ও অন্তরালের কুশীলবদের জনসমক্ষের আনার জন্য কমিশর গঠন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৪টায় সাহেববাজার জিরোপয়েন্ট (প্রেসক্লাব চত্বর) এলাকায় স্বাধীনতার স্বপক্ষের অরাজনৈতিক সামাজিক সংগঠন “বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই” আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই’র আহ্বায়ক এ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলা।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহীদ লেফটেনেন্ট সেলিম মঞ্চের সভাপতি প্রকৌশলী শামসুল আলম।স্বাগত বক্তব্য রাখেন-বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই’র সদস্য ও জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত সৈকত।
অন্যান্যের মাঝে আলোচনা রাখেন- রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য গোলাম সারওয়ার, রাজশাহী জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক ও মহানগর ছাত্রলীগের সাবেক সভপতি শফিকুজ্জামান শফিক, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু, রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক নূরে ইসলাম মিলন, আতাউর রহমান স্মৃতি পরিষদের যুগ্ম-সম্পাদক সেলিম রেজা, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাগর নোমাণী, মহিলা বিষয় সম্পাদক ফারজানা হক, প্রচার সম্পাদক সাজেদুল হক টিটু, আক্তার হোসেন হীরা, আদিল হোসেন,আরিফুল ইসলাম আরিফ, বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই’র সদস্য ও রাজশাহী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম ববিন খান, বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই’র সদস্য ডা. রোকনুজ্জামান রিপন, রাকেশ পাল, বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই’র সদস্য মহানগর রিক্সাভান চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান কাজল, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের প্রচার সম্পাদক আমানুল্লাহ আমান, সম্মানিত সদস্য রাকিবুল হাসান শুভ, ২৫ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক ইউসুফ আলী ও ৩০ নম্বর ওয়ার্ডের সভাপতি ত্রিশূল কুমার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, অবিলম্বে জাতীয় চার নেতার খুনিদের বিচার বাংলার মাটিতে করতে হবে। এছাড়া খুনের অন্তরালের কুশীলবদের জনসমক্ষের আনার জন্য কমিশর গঠন করা সময়ের দাবি।বঙ্গবন্ধুর বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিহত করতে হবে স্বাধীনতা বিরোধী শক্তিকে।সেজন্য মহান ব্যক্তিদের নিয়ে আয়োজিত কর্মসূচিতে সম্পৃক্ত করতে হবে তরুণদের।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।