মাসুদ রানা লেমন, রানীশংকৈল(ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল ইএসডিও প্রেমদীপ প্রকল্পের উদ্যোগে ১৩ই ডিসেম্বর ২০২১ইং রোজ সমবার ইএসডিও অফিস হলরুমে দুপুর ১২টায় ইউম্য৷ন ইন পাওয়ার ম্যান অফিসার মরমিতাজ ইসলামের সভাপতিত্বে রানীশংকৈল প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়া প্রতিনীধিদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন সাংবাদিক আনোয়ারুল ইসলাম,নুরুল ইসলাম,কুশমত আলী, ছবিকান্তদেব,বিজয় কুমার,মোবারক আলী, ফারুক আহাম্মেদ,সফিকুল ইসলাম শিল্পি, বিপ্লব,হুমায়ুন কবির,খুরশিদ আলম শাওন,আনোয়ার হোসেন,একে আজাদ, আশরাফুল আলম,ইএসডিওর ম্যানেজার খায়রুল আলম ও আদিবাসি মানিক বাসকু,শান্ত পাহান,আন্দ্রিয়াস বাস্কে(প্রমুখ)।

এ উপজেলায় ইএসডিওর প্রেমদীপ প্রকল্পের বহু অর্জনের কথা সাংবাদিকদের সামনে তুলে ধরা হয় যেমন C2RI প্রকল্পের মাধ্যমে ৩০টি কমিউনিটি তে ৫৭টি হ্যান্ড ওয়াশিং ডিভাইস স্হাপন করা ও ধুলঝারী কমিউনিটি তে বুল ক্লাষ্টার সহ আরও অনেক।

উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন আবু কাজেম।