বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজান ও বিশেষ প্রতিবেদক সাইদুর রহমান রিমনসহ ১১ সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে দিনাজপুরের খানসামায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০ টায় খানসামা উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। খানসামা প্রেসক্লাবের সভাপতি মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা নঈম নিজাম সহ ১১ সাংবাদিক’র বিরুদ্ধে দায়ের করা ৫’শ কোটি টাকার মানহানি মামলা প্রত্যাহারের দাবী জানান।
এসময় উপস্থিত ছিলেন খানসামা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক এম এইচ মুন্না, সাধারণ সম্পাদক সিকান্দার আলী কাবুল, সহ-সভাপতি তফিজ উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এম এইচ মুন্না,দপ্তর সম্পাদক মাসুদ রানা,অর্থ বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – শেখ নেছারুল ইসলাম সহ খানসামার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।