ময়মনসিংহে পেশাগত দায়িত্ব পালন কালে ময়মনসিংহ সেন্টাল কলেজের নামে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, প্রিন্সপাল সকল অনিয়ম ও জালিয়াতির অস্বীকার করে সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচারন করে প্রথম দফা ক্ষান্ত হলেও ময়মনসিংহ শহরে ফিরোজ-জাহাঙ্গীর চত্বরের পাশে ক্যামেরাম্যানকে একা পেয়ে সেন্টাল কলেজের প্রিন্সিপালসহ ৪ জন তাকে মারধর করে ক্যামেরা ছিনাইয়া নিয়া যায় এবং মোবাইল ছিনাইয়া নিয়া ভাংচুর করে। এব্যাপারে কোতোয়ালী মডেল থানায় মামলা নং ২৬(৮)২০২১ রুজু হয়।
২৪ ঘন্টার অধিক সময় অতিবাহিত হলেও পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। এ ব্যাপারে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ময়মনসিংহ জেলার সভাপতি শিবলী সাদিক খান ও সাধারন সম্পাদক ওয়াহিদুজ্জামান আরজু এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি সাইদুর রহমান বাবুল ও সাধারন সম্পাদক বদরুল আমীন এক বিবৃতিতে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে আসামীদের দ্রুত গ্রেফতারের জোর দাবী জানিয়েছেন।
উল্লেখ্য, মাদক সেবনের অভিযোগে ময়মনসিংহ জেলার নান্দাইল থানা থেকে প্রত্যাহার হওয়া কোতোয়ালী মডেল থানায় কর্মরত জনৈক এসআই এর আসামীদের সাথে সখ্যতা থাকায় থানা পুলিশ মামলা গ্রহনে বিলম্ব ও আসামীদের দ্রুত গ্রেফতারে সময় ক্ষেপন করা হচ্ছে বলে বাদী অভিযোগ করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।