মোঃ এনামুল হক লোহাগড়া স্টাফ রিপোর্টার: নড়াইল জেলা লোহাগড়া উপজেলা প্রতিনিধি দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সাংবাদিক উলফাদ শেখ,আরজেএফ কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সাজ্জাদ আলম সজল কে পত্রিকার পক্ষ হতে নতুন বছরের শুভেচ্ছা কার্ড দিলেন।

আজ বৃহস্পতিবার ৬জানুযারী২০২২ ইং সাল বেলা ২টার সময় উপস্থিতিতিদের মাঝে কার্ডটি প্রদান করলেন এবং সভাপতি গ্রহন করিলেন।

এসময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা আরজেএফ কমিটির সাঃসম্পাদক স্বপন কুমার দাস,নড়াইল প্রেসক্লাবের ভাইসপ্রেসিডেন্ট মোঃ সুলতান মাহমুদ,আরজেএফ কমিটির সহপ্রচার সম্পাদক ইলিয়াস শেখ,দৈনিক ভোরের কন্ঠ উপজেলা প্রতিনিধ ও আরজেএফ সদস্য এনামুল ইসলাম আকাশ,দৈনিক কলম কথা”র লোহাগড়া স্টাফ রিপোর্টার মোঃ এনামুল হক

রুর‍্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন(আরজেএফ) লোহাগড়া উপজেলা কমিটির সভাপতি মোঃ এনামুল হক,সাঃ সম্পাদক ইমরুল হাসান,দৈনিক আলোকিত পত্রিকা,দৈনিক অপরাধ কন্ঠ”র প্রতিনিধি মোঃ জাহিদ খান,আরজেএফ কমিটির সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের কন্ঠ”র নড়াইল জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ ইউসুফ আলী(ডাক্তার),আরজেএফ কমিটির সহ-সভাপতি কাজী ছিদ্দিকুর রহমান(সুমন),আরজেএফ কমিটির সহ-সাঃসম্পাদক মোঃ মিলন মোল্যা,নির্বাহী সদস্য মোঃ তারিকুল ইসলাম,সদস্য আব্দুর রহমান,প্রচার সম্পাদক রহমাত-ই-খোদা স্টাফ রিপোর্টার জাতীয় বিশ্ব মানচিত্র পত্রিকা।

উপস্থিতিতি সকল সাংবাদিকবৃন্দগন সাজ্জাদ আলম খান সজল ভাইকে নতুন বছরে নতুন দিনের আগমন উপলক্ষ্যে করে দোয়া করেন এবং মিষ্টি বিতরন করেন।উপস্থিতিতি ব্যাক্তিবর্গন মিষ্টিমুখ ও দুপুরের লান্স করেন।