মাহমুদুল হাসান, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার প্রেস ক্লাবের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৫ টায় সাপাহার প্রেসক্লাবে ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মানিকের সভাপতিত্বে সাধারন সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় সকল সদস্যদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় এবং সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষে আলোচনা করা হয়। আলোচনা শেষে সাপাহার উপজেলায় কর্মরত সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন এর পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সাপাহার প্রেসক্লাবের সহ-সভাপতি হাফিজুল হক, সাংগঠনিক সম্পাদক সোহেল চৌধুরী রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক শামিম হোসেন, প্রচার সম্পাদক নাজমুল হক, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান, অর্থ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন, দছির উদ্দীন, জুয়েল রহমান, নবিবুর রহমান, জিয়াউর রহমান, মরিয়ম বেগম, অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রেজাউল করিম, মাসুদ রানা, শরিফুল ইসলাম, আবুজার, মাহমুদুল হাসান, মোহাব্বত আলী, শাহজাহান হোসেন প্রমূখ।