ডেস্ক:

২০ মার্চ ২০২১, রোজ শনিবার সকাল ১০:০০ ঘটিকায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তন (২য় তলা) ২২/১ তোপখানা রোড, ঢাকা, রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মহাজোটের অন্যতম শরীক দল বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান চৌধুরী। উদ্বোধক সাবেক এমপি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ নবী নেওয়াজ, প্রধান আলোচক বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল। বিশেষ অতিথি জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ্যাড. শাহিদা রহমান রিংকু, মাইটিভির হেড অব নিউজ মাহমুদ আল ফয়সাল, সাপ্তাহিক নয়া পদক্ষেপের ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ ইনসুর আলী, ব্লাড রিজার্ভেশন অব বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. মাসুদুর রহমান।
সভাপতিত্ব করবেন, আরজেএফ’র চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম ও সঞ্চালনায় আরজেএফ’র ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ আল-আমিন শাওন।
অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও বিভিন্ন সাংবাদিক, সমাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করবেন।