প্রেস বিজ্ঞপ্তিঃ রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন( আরজেএফ) এর সহযোগী সংগঠন আরজেএফ কালচারাল ফোরামের আহবায়ক কমিটি ঘোষণা দেয়া হয়েছে। এতে মোঃ বাবুল হোসেনকে আহবায়ক ও সাজ্জাদ আলম খানকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
যুগ্ন আহবায়কের দায়িত্ব পেয়েছেন এনামুল হাসান নাইম ও শাহাদাত হোসেন শাহীন। পর্যায়ক্রমে আহবায়ক কমিটির আকার বাড়ানো হবে এবং জাতীয় সম্মেলনের মাধ্যমে একটি কেন্দ্রীয় কমিটি ঘোষণা দেয়া হবে। সহযোগী এ সংগঠনের পদাধিকার বলে সাংগঠনিক উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করবেন আরজেএফ এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম ও ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ আল- আমিন শাওন।