দৈনিক বাংলার আলো নিউজ এর সেরা একাদশ এপ্রিল ২০২২ নির্বাচিত প্রতিনিধিদের নাম ঘোষণা করেছেন, দৈনিক বাংলার আলো নিউজ এর সম্পাদক গোলাম মাওলা শাওন।

সারা দেশের মধ্যে সেরা একাদশ প্রতিনিধি নির্বাচিত হয়েছেন, দিনাজপুর জেলার তরুণ সাংবাদিক দৈনিক বাংলার আলোর নিউজ এর জেলা প্রতিনিধি মোঃ আজিজার রহমান । জেলার শহরের ও প্রত্যান্তাঞ্চলের অসহায়, হতদরিদ্র, সুবিধাবঞ্চিত, শ্রমজীবী মেহনতী মানুষের নানাবিদ ঘটে যাওয়া ঘটনাগুলো তুলে ধরার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাঁকে সেরা প্রতিনিধি হিসাবে নির্বাচিত করেন।
আজ বুধবার  ১ জুন ২২ দৈনিক বাংলার আলো নিউজ এর সম্পাদক মন্ডলী পর্ষদ এর সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয় ।
সেরা একাদশ সেরা কনটেন্ট নির্মাতা ও নিয়মিত নিউজকারীর তালিকার ৭ম স্থানে রয়েছেন, সাংবাদিক আজিজার রহমান।
সেরা একাদশে নির্বাচিত হওয়ায় আজিজার রহমান বলেন যে,  এ  অর্জন আমার ব্যক্তিগত নয়, যারা আমাকে বিভিন্নভাবে তথ্য দিয়ে সহযোগিতা করছেন তাদের। বিশেষ করে দৈনিক বাংলার আলো নিউজ এর পরিবারের ও দৈনিক বাংলার আলো নিউজ এর  সকল পাঠকের।
বাংলার আলো নিউজ এর সম্পাদনা পর্ষদকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে নির্বাচিত করার জন্য।
সেই সাথে জেলার সকল মানুষ, সাংবাদিক, সহকর্মী ও  সহযোদ্ধাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ।
যারা আমাকে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন এবং করছেন। মানুষের দোয়া কামনা করছি। আমি যেনো আগামী দিনগুলোতে ন্যায় -নিষ্ঠার ও সততার সাথে আপনাদের আমার উপর অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট হই।