নজরুল ইসলাম, নান্দাইল(ময়মনসিংহ)প্রতিনিধিঃ নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের ২য় বর্ষপূর্তি ও ৩য় বর্ষে পদার্পন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৯মার্চ) বিকাল ৩ টায় চন্ডিপাশা নতুন বাজার প্রেসক্লাব কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক ভূঁইয়ার সভাপতিত্বে, সহ-সভাপতি জহিরুল ইসলাম লিটনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নান্দাইল পৌর মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া। বিশেষ অতিথি হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির নান্দাইল শাখার সভাপতি মো. সেলিম ভূঁইয়া, ধুরুয়া ডিএস দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা তাজুল ইসলাম।

আরো বক্তব্য রাখেন,নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো.বিল্লাল হোসেন, রসুলপুর আলীম মাদ্রাসার অবসর প্রাপ্ত প্রিন্সিপাল শফিকুল ইসলাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নান্দাইল উপজেলা শাখার সহ-সভাপতি হাজী রফিকুল ইসলাম খোকন, আবুল কালাম আজাদ সহ প্রমুখ।

অনুষ্টানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক ভূঁইয়া, কুরআন থেকে তোলোয়াত করেন অত্র ক্লাবের সহ- সভাপতি এইচএম মিজান তালুকদার হারুন। পরে কেক কেটে ক্লাবের ৩য় বর্ষে পর্দাপন অনুষ্টানের শুভ সূচনা করেন পৌর সভার মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া।

এসময় উপস্থিত ছিলেন, নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মিন্টু মিয়া, আমিনুল ইসলাম আশিক,তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, সদস্য জাহাঙ্গীর আলম, পোষ্ট মাষ্টার আব্দুল কদ্দুস, মামুন আহম্মেদ,শহীদুল ইসলাম ভূঁইয়া সহ প্রমুখ।