রাকিবুল হাসান আহাদ, বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সাইদুর রহমান রিমন ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকা সম্পাদক নঈম নিজামসহ ১১ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিএমএসএফ এর কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় রাজধানীসহ দেশব্যাপী বিএমএসএফ-এর কর্মসূচি অংশ হিসাবে বুধবার (২৫ আগস্ট) সকাল ১১ ঘটিকায় শ্রীপুর উপজেলা জৈনা বাজার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিএমএসএফ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সভাপতি মোঃ নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সহ সভাপতি মোঃ মুহিদুল আলম চঞ্চলের সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএমএসএফ এর সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল বাতেন বাচ্চু, দৈনিক দুর্জয় বাংলার বিশেষ প্রতিনিধি সাংবাদিক রাকিবুল হাসান আহাদ, দৈনিক স্বাধীন সংবাদের উপজেলা প্রতিনিধি আব্দুর রহিম, দৈনিক ভোরের সময় উপজেলা প্রতিনিধি এলএলবি আতিকুর রহমান, দৈনিক গণজাগরণ উপজেলা প্রতিনিধি বকুল মিয়া ও কিউ টিভি বাংলা উপজেলা প্রতিনিধি ফজলুল হক রতন প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম,শাহ আলম, কামাল পারভেজ, কণিকা, জোহরা আক্তার সাথী, জাহাঙ্গীর মাস্টার, আমিনুল ইসলাম, শেখ রাকিব, তৈয়বুর রহমান ও জাহাঙ্গীর প্রমুখ।
সভায় বক্তারা বলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শাহআলম, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ সম্পাদক নঈম নিজাম, কালের কন্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলী সান সম্পাদক ইনামুল হক চৌধুরী, বাংলাদেশ প্রতিদিনের রিপোর্টার সাইদুর রহমান রিমন ও রিয়াজ হায়দার, কালের কণ্ঠের এস এম রানা, মোহাম্মদ সেলিম, এবং বাংলানিউজের সম্পাদক জুয়েল মাজহারকে আসামী করায় তীব্র প্রতিবাদ জানিয়ে অভিলম্ভে মামলা প্রত্যাহারের দাবী জানান। এছারাও ইতিপূর্বে শ্রীপুরে কর্মরত সাংবাদিক তানভীর আহমেদ ও সাংবাদিক রমজান আলী রুবেল দে’র নামে তদন্তাধীন মামলা প্রত্যাহারের দাবী উঠে আসে। উল্লেখ্য ১৮ আগস্ট (বুধবার) পটিযা যুগ্ম জেলা জজ আদালতে রিমনসহ ১১ জনের নামে শামছুল হক ৫শত কোটি টাকার মানহানী মামলা করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।