মণিরামপুর প্রতিনিধি: মণিরামপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে এস এম মজনুর রহমান ও সাধারণ সম্পাদক পদে মোতাহার হোসেন নির্বাচিত হয়েছেন।
শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এ নির্বাচনে ৪৯ জন ভোটারের মধ্যে ৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। কার্যনির্বাহী কমিটির ১৪টি পদের বিপরীতে ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সহ-সভাপতি পদে ইলিয়াস হোসেন, জিএম ফারুক আলম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে অশোক কুমার বিশ্বাস ও আবু বক্কর সিদ্দিক, তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক পদে তাজাম্মূল হুসাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক পদে উজ্বল রায়, প্রচার সম্পাদক পদে আলিমুন হোসেন, নির্বাহী সদস্য পদে বোরহান উদ্দীন জাকির, উৎপল বিশ্বাস, আব্দুল মতিন, আব্বাস উদ্দীন এবং হুসাইন নজরুল হক নির্বাচিত হয়েছেন। এছাড়া, অর্থ সম্পাদক পদে মিজানুর রহমান, সাংঠনিক সম্পাদক পদে এসএম সিদ্দিক এবং দফতর সম্পাদক পদে আব্দুল্লাহ আল মামুন (সোহান) বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।