রাজাপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে রুহিদাসকে আহবায়ক, তরিকুল ইসলামকে যুগ্ম আহবায়ক ও সাইফুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।
বুধবার দুপুরে রাজাপুর নাগরিক ফোরাম কার্যালয়ে অনুষ্ঠিত সভায় গঠিত কমিটিতে সদস্য হলেন মোঃ রুহুল আমিন, মোঃ রফিকুল ইসলাম হাওলাদার, মোঃ মহিউদ্দিন ভান্ডারি , মোঃ নজরুল ইসলাম, মোঃ আসাদুজ্জামান আরিফিন।
সভায় বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সদস্য আহসান হাবীব সোহাগ প্রধান অতিথি ছিলেন। সংগঠনের সদস্য মোঃ রফিকুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।
সভায় নেতৃবৃন্দ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ঘোষিত ১৪ দফা দাবি বাস্তবায়নের জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়। বলা হয় সংগঠন যার যার ১৪ দফা সবার।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।