মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় রেলপথ সংযুক্ত হলে এ জেলা হবে রেলপথের যোগাযোগ এবং উন্নয়নের অন্যতম “হাব”। যার মাধ্যমে মাগুরার সঙ্গে সারাদেশের রেল সংযোগ স্থাপিত হবে।

২৬মে বুধবার সন্ধ্যায় মাগুরা জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও গণ মানুষের নেতা জনাব এ্যাডঃ সাইফুজ্জামান শিখর মহোদয়।

সংবাদ সম্মেলন। ছবিঃ দৈনিক কলম কথা

 

মাগুরা সদরের রামনগরে স্থাপিত রেল স্টেশন থেকে ট্রেনে কামারখালী গেলেই সেখান থেকে ঢাকা, রাজশাহী অথবা খুলনা যাওয়া খুবই সহজ হয়ে যাবে। এ রেল সংযোগ মাগুরার জন্য অপার সম্ভাবনার দুয়ার খুলে দেবে। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রেলমন্ত্রী জনাব নুরুল ইসলাম সুজন,এমপি মহোদয়।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম রেজা, মাগুরা জেলা প্রশাসক জনাব ড.আশরাফুল আলম মহোদয়, মাগুরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ.ফ.ম আবদুল ফাত্তাহ প্রমুখ। আগামী ২০২৩ সালের মে মাসের মধ্যে এ রেলপথের কার্যক্রম সমাপ্ত হয়ে উদ্বোধন করা সম্ভব হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।