বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলায় সচিবালয়ে আটকে রেখে প্রথম আলোর জেষ্ট সাংবাদিক রোজিনা
ইসলামকে নির্যাতন, গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

 

স্বতস্ফূর্তভাবে বিভিন্ন পেশার লোকজন কর্মসূচিতে অংশ গ্রহন করে।
বাগেরহাট প্রেসক্লাবের আয়োজন প্রেসক্লাব চত্ত্বরে শতাধিক গণমাধ্যম কর্মী,দি হাঙ্গর
প্রোজেক্ট,বন্ধুসভার সদস্যা অংশ গ্রহন করে। সভায় বক্তৃতা করেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি
নিহার রঞ্জন সাহা,সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকী সহ অনেকে।

 

বক্তারা বলেন, সংবাদ পত্র
দেশের শত্রু নয়,রাষ্ট্রের সহায়ক। অবিলম্বে রোজিনা ইসলামের মুক্তি দাবি করেন।
মোড়েলগঞ্জ প্রেসক্লাব আয়োজন করে মানব বন্ধন।সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাের সভাপতি
একুশে টিভির প্রতিনিধি এইচ এম মাইনুল ইসলাম,সাধারন সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের মশিউর রহমান
মাসুম সহ অন্য নেতৃবৃন্দ।

 

শরনখোলা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে এবং সড়কে মানব বন্ধন ও
প্রতিবাদ সমাবেশে বক্তৃতা দেন বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আহসানুল করিম,শরনখোলা
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম সহ অনেকে।

মোংলা প্রেসক্লাব, কচুয়া প্রেস ক্লাব মানববন্ধনের আয়োজন করে।সভায় বক্তারা রোজিনা ইসলামের
নিঃশর্ত মুক্তি দাবী করেন।