![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/05/kolokotha-3-3.jpg)
লালমনিরহাট প্রেসক্লাবে সাংবাদিকদের উপর বহিরাগত দূর্বৃত্তের হামলার ঘটনায় জেলা যুবলীগের সভাপতি হুমায়ুন কবীর মোড়ল (৫২), তন্ময় আহম্মেদ নয়ন(৩০), আশিকুর রহমান ডিফেন্স(৪০), এসকে সাদেক(৪৩), রকিবুল ইসলাম রকিব(৩২), শিহাব হোসেন (২৬), সৌম্য(২৫), জুয়েল(২৮) ও আজাদ(২৮) নামে সদর থানায় বৃহস্পতিবার রাতে অভিযোগ দায়ের হয়েছে।
গত ২৯ এপ্রিল শুক্রবার রাত সাড়ে ১১টার সময় লালমনিরহাট প্রেসক্লাব চত্বরে জেলা যুবলীগের সভাপতি মোড়ল হূমায়ন কবির এর নির্দেশে বহিরাগত দূর্বৃত্তরা সিনিয়র সাংবাদিক ও প্রেসক্লাবের নেতৃত্বদানকারী সনামধন্য সাংবাদিক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শাহীন( দৈনিক জনকণ্ঠ), যুগ্ন সাধারণ মিলন পাটোয়ারী( চ্যানেল টুয়েন্টি ফোর), সাংবাদিক হেলাল কবির (নির্বাহী সম্পদক আলোরমনি) ও নিয়ন দুলাল( এশিয়ান টিভি) উপর হামলা চালানো হয়।
কথিত আন্ডারগ্রাউন্ড পত্রিকার সাংবাদিক ডিফেন্স ও নয়ন অনৈতিক ভাবে প্রেসক্লাব লালমনিরহাট অবৈধ দখলের চেষ্টা করে। তারা প্রেসক্লাবের অফিস কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাংচুর ও অবমাননা করে। তার প্রতিবাদে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক গণ শহরের প্রাণকেন্দ্র মিশনমোড়ে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করে। প্রেসক্লাব অবৈধ দখলমুক্ত করে সিনিয়র সাংবাদিক গণ নিজেদের জিম্মায় নিয়ে প্রেসক্লাবের মূল ফটকে তালা লাগিয়ে চলে আসে৷
এই ঘটনার জের ধরে শুক্রবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে কথিত সাংবাদিক পরিচয়ধারী ছাত্র সমাজের সাবেক নেতা আশিকুর রহমান ডিফেন্স ও কথিত সময়ের আলো পত্রিকার প্রতিনিধি নয়ন আহমেদ তন্ময় সহ বহিরাগত দূর্বৃত্তরা প্রেসক্লাবের তালা ভেঙ্গে পূনরায় প্রেসক্লাব দখলে নেয়ার চেষ্টা করে। এ খবর শুনে জেলার সিনিয়র সাংবাদিক গণ ও প্রেসক্লাবের কমিটির নেতারা রাতে প্রেসক্লাবে যায়।
এসময় বহিরা গত দূর্বৃত্তরা পূনরায় জেলা যুবলীগের এক নেতার নির্দেশে উপস্থিত সাংবাদিকদের উপর অতর্কিত হামলা চালায়। দূর্বৃত্তের হামলায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শাহীন(জনকন্ঠ) , যুগ্ম-সাধারণ সম্পাদক মিলন পাটোয়ারী( চ্যানেল টুয়েন্টি ফোর) সহ কয়েক জন সনামধন্য সাংবাদিক গুরুতর আহত হয়। পুলিশ আহতদের উদ্ধার করে দ্রুত লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করায়। এ ঘটনায় সাংবাদিক মিলন পাটোয়ারী থানায় মামলা করে। তার দুদিন পরে উল্টো নয়নের স্ত্রী থানায় অভিযোগ দেয়। সদর থানায় পাল্টা পাল্টি মামলা রেকর্ড হয়।
এদিকে গতকাল ৪ মে বৃহস্পতিবার প্রেসক্লাবে সিনিয়র সাংবাদিকদের উপর হামলার ঘটনায় এশিয়ান টিভির সাংবাদিক নিয়ন দুলাল বাদী হয়ে জেলা যূবলীগের সভাপতি হুমায়ুন কবীর মোড়ল কে আসামী করে অভিযোগ সদর থানায় দায়ের করেছে। এদিকে জেলা যুবলীগের সভাপতি হুমায়ুন কবীর মোড়ল জানান, প্রেসক্লাবে হামলায় আমার কোন সম্পৃক্ততা নেই।
কেউ যদি হামলার সময় ফোন করে বলে বড়ভাই লোক পাঠান সেজন্য কী আমাকে দায়ি করা হবে। প্রশ্ন রাখেন? জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট নজরুল ইসলাম রাজু জানান, প্রেসক্লাব অরাজনৈতিক প্রতিষ্ঠান। এই জেলার উন্নয়ন ও মুক্তিযুদ্ধের চেতনা কে সমুন্নত রাখতে হামলার শিকার সংবাদ কর্মীদের বিশাল অবদান রয়েছে। তারা জেলায় প্রথম সারির সনামধন্য সাংবাদিক। এ ব্যাপারে মামলা হয়েছে। দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহা আলম জানান, প্রেসক্লাবের ঘটনায় তিনটি অভিযোগ পেয়েছি৷ হয়ত আরো অভিযোগ হতে পারে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। অপরাধী যেই হোক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাংচুর ও অবমাননার প্রতিবাদ করায় সিনিয়র সাংবাদিকদের উপর হামলা ও মিথ্যে মামলা দায়ের করায় জেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও তীব্রনিন্দা জানিয়েছে। তারা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বৃহত্তর আন্দোলনে যাবার প্রস্তুতি নিচ্ছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।